সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

যুবলীগে কোন চাঁদাবাজ, ধান্দাবাজ ঠাঁই পাবে না- শেখ ফজলে শামস পরশ

রিপোর্টারের নাম / ২১৯ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

দীর্ঘ্য ৮ বছর পরে অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন। কেন্দ্রীয় যুবলীগের এক সিদ্ধান্ত মোতাবেক আজ মঙ্গলবার (২০ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, প্রধান বক্তা হিসেবে মুল্যবান বক্তব্য প্রদান করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, আলহাজ্ব এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এম পি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি মান্নান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ৪ টি আসনের এম পি সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, পটুয়াখালী জেলা থেকে আওয়ামী যুবলীগের সাংগঠনিক অধ্যায়ের সূচনা রচিত হচ্ছে। যুবলীগের কমিটিতে কোন চাঁদাবাজ, ধান্দাবাজ ঠাঁই পাবে না। নতুন কমিটিতে কোন আর্থিক লেনদেন এর সুযোগ নেই।

এদিকে যুবলীগের সেক্রেটারি নিখিল বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী যুবলীগে সৎ ত্যাগী নেতারা প্রধান্য পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর