বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:২১ অপরাহ্ন

র‌্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম / ৯৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা কী রিপোর্ট বা কিসের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দিয়েছে সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ওই দেশের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আত্মরক্ষর্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে থাকে।’
এ সময় জামালপুর-৪ আসনের সংসদ সদস‌্য ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে কানাডা ঢুকতে না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয় আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।’

উল্লেখ্য, র‌্যাবের সাত কর্মকর্তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর