বরিশালে ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রত্যক বছরের ১০ ডিসেম্বর তারিখে পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৭৩ তম অন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
সভায় মানবাধিকার কমিশন বরিশাল বিভাগীয় গভর্নর ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদল হক খান মামুনের বক্তব্যে মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, এসময় সভায় আরো উপস্থিত ছিলেন লাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা শাখার সভাপতি ও দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী আল মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সভাপতি আবু মাসুম ফয়সাল, জেলা শাখার সাধারন সম্পাদক শেখ মফিজুর রহমানসহ জেলা ও মহানগর শাখার অনান্য নেতৃবৃন্দ।