বরিশালে স্ত্রী নির্যাতনের মামলায় পুলিশ সদস্য কারাগারে
যৌতুক না পেয়ে দ্বিতীয় বিয়ে এবং প্রথম স্ত্রীকে নির্যাতনের মামলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের নায়েক আরিফুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ নভেম্বর) বিকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম পলি আফরোজ কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আবদুল আজিজ হাওলাদারের ছেলে আরিফ।
মামলার বাদী জেসমিন বেগম বলেন, ২০১৩ সালে আরিফুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই যৌতুক চেয়ে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন আরিফ। বিচার চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন জেসমিন।
যৌতুক না পেয়ে গত মাসের প্রথমদিকে আরেকটি বিয়ে করেন আরিফ। ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে মামলা থেকে জামিন নেন তিনি। জামিন পাওয়ার পরের দিন জেসমিনকে বেদম মারধর করেন।
এরই প্রেক্ষিতে সোমবার আদালতে আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন জেসমিন। আদালতের বিচারক আসামি আরিফের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।