বরিশালে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন’র শুভ উদ্বোধন
বরিশালে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ডিজিটাল সেন্টারের ১ যুগে পদার্পণ উপলক্ষে আজ ২৯ নভেম্বর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টারেরা ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন ২০২১ এর শুভ উদ্বোধন করেন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ফরহাদ সরদার, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হেসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার।
সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বরিশাল আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার বরিশাল সদর চৌধুরী মোহাম্মদ শওকত হোসাইন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন অতিথিরা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তার উপস্থিত ছিলেন।
শেখানে প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ১১তম বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পাশাপাশি অতিথিরা ডিজিটাল সেন্টারের বিভিন্ন দিক তুলেধরে আলোচনা করেন। পরে অতিথিরা ১১ পাউন্ড কেক কেটে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ১১তম বছর পূর্তি উদযাপন করেন।