বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

বরিশালে সাত দফা দাবিতে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

রিপোর্টারের নাম / ১০১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ব্যানারে সাত দফা দাবিতে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে-দোকান কর্মচারীদের নিয়োগপত্র ও সার্ভিস বই প্রদান, সাপ্তাহিক দেড় দিন ছুটি, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য কমানো, শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ এবং শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা নির্ধারণসহ সাত দফা দাবি।

সংগঠনের মহানগর শাখার সভাপতি স্বপন দত্ত্বের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর চন্দ্র বালা, দর্জি শ্রমিক ইউনিয়নের নেতা তুষার সেন ও হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা তাদের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর