বরিশালে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ নেতৃবৃন্দরা।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের ৪৯তম গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী সফল হউক স্বার্থক হউক’ শীর্ষক ব্যানারে আনন্দ র্যালি বের করেন। সকালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সভবেশে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র হাত শক্তি শালি ও ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এর নেতৃত্বে বরিশাল মহানগর যুবলীগ কাজ করে যাচ্ছে।
সে-সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ খান লাবু,মহানগর যুবলীগের সদস্য মারুফ আহম্মেদ জিয়া,২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, মহানগর যুবলীগের সদস্য সাইদুল আলম সোয়ান,১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিব শরিফ, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম পটোয়ারী,১৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মেজবাহুল ইসলাম দিপু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।