বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

বরিশালে জাতীয় সমবায় দিবস পালিত

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে বরিশাল সমবায় বিভাগ ও সমবায়বৃন্দদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুল রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, যুগ্মনিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয় মুহাম্মদ আবদুল্ল আল মামুন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সমবায়িরা উপস্থিত ছিলেন।

শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে সভাকক্ষে সমবায় দিবসের আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর