মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগান সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে কমিউনিটিং পুলিশিং দিবস।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আজ (৩০) অক্টোবর শনিবার সকাল সোয়া ১০টায় নগরীর প্লানেট শিশুপার্কের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে পতাকা উত্তোলন, পায়রা ও ফেস্টুন উড়ানোর পর একাডেমি মিলনায়তনে কমিউনিটিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম) বার,এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বরিশাল বিশ্ব বিদ্যালয় উপাচার্য ড. ছাদেকুল আরেফিন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, কর্নেল এম এ সাদী, কর্নেল জি এস ডিজিএফ আই, বরিশাল,বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরিশাল মােঃ কবির উদ্দিন প্রামাণিক, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্ৰলয় চিসিম (হেডকোয়ার্টার্স), অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মােহাম্মদ এনামুল হক, প্রফেসর মােঃ ইমানুল হাকিম সাবেক অধ্যক্ষ বিএম কলেজ বরিশাল, ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম, পরিচালক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস.এম.তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার, (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান পিপিএম-বার, রকিবুর রহমান খান, এডিএম, বরিশাল, একেএম জাহাঙ্গির বিজ্ঞ পিপি জেলা ও দায়রা জজ আদালত, বরিশাল এবং সভাপতি বরিশাল মহানগর আওয়ামীলীগ, সাইদুর রহমান রিন্টু চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল, এ্যাডভােকেট ইসমাইল হােসেন নেগাবান সভাপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল, কাজী এমদাদুল হক দুলাল, উপজেলা চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা পরিষদ, বরিশাল সাইদুর রহমান রিন্টুসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ রাসেল ও সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ নাসরিন জাহান ।
দিবসটি উপলক্ষে পুলিশ কমিশনার বলেন, কমিউিনিটি পুলিশিং সমাজে অপরাধ দমনে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বরিশাল সহ সারা দেশে বিশেষ ভূমিকা রেখে চলছে।
আমাদের যে সামাজিক ও ধর্মীয় সম্প্রতি আছে এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং পুলিশে জনসেবা আরো বৃদ্ধি করবো। জনগণ ও পুলিশ নিয়ে যে আমাদের অংশিদারস্থ, তা অপরাধ নিবারনে আরো জোদ্দার করা হবে। যাতে আমাদের উন্নয়ন বা অগ্রগতি সুন্দরভাবে আইনশৃঙ্খলা বজায় রেখে করা যায়।