বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

বরিশালে দক্ষিণাঞ্চলে ডাল ফসলের অবস্থা নিয়ে কর্মশালা

রিপোর্টারের নাম / ৯৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

দেশের দক্ষিণাঞ্চলে ডাল ফসলের বর্তমান অবস্থা গবেষণা পরিকল্পনা ও প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় বরিশাল জেলার বাবুগঞ্জের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ডাল গবেষণা প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড. মৃন্ময় গৃহ নিয়োগী।

ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলতাফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিক উদ্দিন, ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষক সহ ৬০ জন অংশগ্রহন করেন।

কর্মশালা শেষে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে সেমিনার রুমে বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে আগত ১০০ জন কৃষাণী মুগ ডালের বিভিন্ন ধরনের রেসিপি তৈরীর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর