বরিশালে উপজেলা রিসোর্স সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে উপজেলা রিসোর্স টিম এর সদস্যগণের প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্স এর ১ম ব্যাচ এর সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠিত।
আজ (২৬) অক্টোবর মঙ্গলবার দুপুর ১ টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে জেলা রিসোর্স টিম (ডিআরটি) বরিশালের বাস্তবায়নে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে ২ দিনব্যাপী বরিশালে উপজেলা রিসোর্স টিম সদস্যগণের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্স এর ১ম ব্যাচ এর সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক গবেষণা ও পরিকল্পনা) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকা মোঃ আবদুল খালেক, সহকারী পরিচালক জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকা কামরুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, উপজেলা রিসোর্স টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা উপজেলা রিসোর্স টিম সদস্যগণের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্স এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ২ দিনব্যাপী প্রশিক্ষণের অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।