সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বরগুনায় কোচিংয়ে যাওয়ার পর নিখোঁজ ২ স্কুলছাত্রী উদ্ধার

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

বরগুনার পাথরঘাটায় নিখোঁজ দুই স্কুলছাত্রীকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

এর আগে সোমবার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে আর বাসায় ফেরেনি ওই দুই স্কুলছাত্রী। পরে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ বিষয়টি আমলে নেয়।

পুলিশ জানায়, ঢাকাগামী রাজীব পরিবহন করে তারা ঢাকার উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ রাজীব পরিবহনের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান গোয়ালন্দ ফেরী ঘাটে নিশ্চিত হয়।

গোয়ালন্দ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা গোয়ালন্দ ঘাট থেকে সোমবার রাতে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বলেন, তাদের মধ্যে এক ছাত্রীর মা চট্টগ্রামে থাকে। সেখানেই তাদের মূলত গন্তব্য ছিল। ওই ছাত্রীর সঙ্গে আরও এক ছাত্রী সোমবার পাথরঘাটা থেকে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনে উঠে ঢাকার উদ্দেশে যায়। এক ছাত্রীর বড় ভাই আজ সন্ধ্যায় গোয়ালন্দ থানা থেকে তাদের আনতে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর