বরিশালে দুই কেজি গাঁজাসহ আটক ৩
বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ২৩নং ওয়ার্ডস্থ নবগ্রাম রোড, খান সড়ক দুলাল খান বাড়ির মোঃ নজরুল ইসলাম খলিফা’র (২৯) বসত ঘর থেকে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ জনৈক আনোয়ারুল আজিম এর বিল্ডিংয়ের নিচ তলার দক্ষিন পার্শের ভাড়াটিয়া ফ্লাটে পৃথক অভিযান পরিচালনা করেন বিএমপি গোয়েন্দা শাখার চৌকস দুটি টিম।
অপর ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানাধীন আলেকান্দা বটতলা কর্পুর কুটির হাল সাং এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ জনৈক আনোয়ারুল আজিম এর বিল্ডিংয়ের নিচ তলার দক্ষিন পার্শের ফ্লাটের ভাড়াটিয়া মোঃ তোফাজ্জেল হাওলাদার ও সুলতানা রাজিয়ার ছেলে মোঃ হামিম-ই-সাইম @তন্ময় (৩৩) ও কোতোয়ালি মডেল থানাধীন ৬ নম্বর ওয়ার্ডে গর্জন খোলার, মৃত শাহজাহান কসাই ও মোসাঃ আনোয়ারা বেগমের ছেলে মোঃ সুজন মিয়া (৩৪) দেরকে গ্রেপ্তারপূর্বক তাদের হেফাজত হতে দেড় কেজি ১৫০০ গ্রাম গাজা উদ্ধার করেন।