সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

চাঁদপুরে শুটিং করতে এলেন কলকাতার নায়ক বনি

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

কলকাতার নতুন প্রজন্মের জনপ্রিয় মুখ বনি সেনগুপ্ত। বাংলাদেশের ‘মানব দানব’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। এ ছবির শুটিং শুরু করতে আজ দুপুরে ঢাকায় আসেন তিনি। ছবিতে বনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রাশিদা জাহান শালুক।

সিনেমাটি পরিচালনা করেছেন বজলুর রাশেদ চৌধুরী। ‘মানব দানব’ সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বনির আগমন প্রসঙ্গে বলেন, ‘মানব দানব’ সিনেমায় অভিনয়ের জন্য রোববার (১৭ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান কলকাতার বনি সেনগুপ্ত। আজ সন্ধ্যায় চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

আগামীকাল থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। বনি ছাড়াও সিনেমাটির শুটিং করতে ঢাকায় এসেছেন রজতাভ দত্ত ও ভরত কল- যোগ করেন অপূর্ব।

এর আগে শামীম আহমেদ রনি পরিচালিত ‘ছুটি’ ও ‘ধাঁধা’ সিনেমার শুটিং করেছেন বনি। ছবি দুটিতে তার নায়িকা কলকাতার কৌশানী মুখার্জী। ছবিগুলো প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর