বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

বরিশালের দূর্গাসাগরে মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়েছে ৩২কেজি ওজনের মাছ

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে সৌখিন মৎস্য শিকারির বড়শিতে ৩২কেজি ৬০০ গ্রাম ওজনের মাছ ধরা পড়েছে।

বরিশালের ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে সৌখিন মৎস্য শিকারির বড়শিতে ৩২কেজি ৬০০ গ্রাম ওজনের মাছ ধরা পড়েছে।৩ ঘণ্টার চেষ্টায় মাছটি কিনারায় তুলতে সক্ষম হন।বুধবার রাতে এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

খান মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বরিশালের বাবুগঞ্জের দূর্গাসাগর দিঘিতে টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন তিনিসহ তার কয়েকজন শৌখিন মৎস্য শিকারি ।মাঝরাতের দিকে তার বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়লে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রাত ২টা দিকে মাছটিকে ক্লান্ত করে বশে আনা সম্ভব হয়।শিকারী সোহেলর সহায়তার মাছটি জালে আটকে কিনারে তোলা হয়। মাছটির ওজন৩২ কেজির ৬০০ গ্রাম বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর