বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

বরিশালে করোনা শনাক্তের হার ১.৭৮ ভাগ, মৃত্যু ১ জনের

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে সব শেষ নমুনা পরীক্ষায় ১.৭৮ ভাগ করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিন ছিলো ১১.৭৬ ভাগ।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলো ৩৭ জন রোগী।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৮ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬ জন রোগী।

একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১ জন রোগীর। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৭ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত বুধবার রাতের সব শেষ নমুনায় ১৬৮ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.৭৮।

এর আগে গত মঙ্গলবার রাতের রিপোর্টে শনাক্তের হার ছিলো ১১.৭৬ ভাগ, সোমবার ৪.৪৬ ভাগ, রবিবার ৭ ভাগ, শনিবার ৪.৭৬ ভাগ, শুক্রবার ৬.৭৭ ভাগ এবং গত বৃহস্পতিবার ৫.১৭ ভাগ করোনা শনাক্ত হয়।

গত ১৮ সেপ্টেম্বর পিসিআর ল্যাবের রিপোর্টে ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়। যা গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর সর্বনিম্ন।

গত ৫ জুলাই বরিশাল মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর