বরিশালে দেনার দায়ে ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
শামীম আহমেদ : বরিশালের আগৈলঝাড়ায় দেনার দায়ে এক মুদি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে উপজেলার আস্কর গ্রামের আস্কর নতুন কালিবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী মৃত বৈকন্ঠ সাহার ছেলে তিন সন্তানের জনক যাদব সাহা (৬৫) বাড়ির পাশের একটি কদম গাছের সাথে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মুদি ব্যবসায়ী যাদব সাহার স্ত্রী উজ্জলা সাহা জানান, বিভিন্ন ঋণের কারনে অনেকদিন যাবৎ হতাশাগ্রস্থ হয়ে পরেছিলেন যাদব।
এছাড়া পারিবারিক বিভিন্ন অশান্তির কারনে যাদব মঙ্গলবার ভোর রাতে বাড়ির পাশের একটি কদম গাছের সাথে গলায় ফাঁস দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাদব সাহার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বরিশাল শেবাচিম হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।