বরিশালে চেয়ারম্যান আজিজের পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বরিশাল সদর ১০নং চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আব্দুল আজিজ মৃত্যুর সংবাদ শুনে পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়ীতে যান পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় বরিশাল সদর ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন টুমচর বাজার হাওলাদার বাড়ী যান পানিসম্পদ প্রতিমন্ত্রী।
চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আব্দুল আজিজের বড় ছেলে হাবিবুর রহমান খোকন কে সান্ত্বনা দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
এরপরে মরহুমের কবর জিয়ারত করে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
সে-সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতি, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিব রাজিবসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।