শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

এপেক্স ক্লাব অফ বরিশালের পালাবদল ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর এপেক্স ক্লাব অফ বরিশাল, এপেক্স ক্লাব অফ মেহেন্দিগঞ্জ, এপেক্স ক্লাব অফ বরগুনা, এপেক্স ক্লাব অফ পটুয়াখালীর পালাবদল ও এপেক্স ক্লাব অফ বরিশাল মেট্রোপলিটন উমেন্স, এপেক্স ক্লাব অফ পটুয়াখালী সেন্টার নামে ২টি নতুন ইউ/সি ক্লাব উদ্ধোধন করা হয়। পরে কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান বরিশাল জেলা গভর্নর-৫ (ডিজি) এপেঃ মোঃ আদনান হোসেন অনি।
 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ ভুবন লাল ভারতী। বিশেষ অতিথি ছিলেন এপেঃ রুহুল মঈন চৌধুরী, এন.ই.ডি এপেঃ আনোয়ার হোসেন, এন.এ.ডি এপেঃ মাসুদুর রহমান মাসুদ, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ আবদুল মতিন সিকদার, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ ফয়সাল সহিদ সুমন, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ কমল দাস শুভ, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ ডাঃ হুমায়ুন কবির, পালাবদল অনুষ্ঠানের চেয়ারম্যান এপেঃ আবদুল্লাহ আল ইউসুফ মনি, ডিজি-৫ এপেঃ কাজী মুনিরুল হাসান, পিডিজি-৫ এপেঃ নজরুল ইসলাম, পিডিজি-৫ এপেঃ সাদিকুল রহমান লিংকন, জেলা ৫ এর সাধারণ সম্পাদক এপেঃ রেজাউল ইসলাম সাব্বির, সাবেক সভাপতি এপেঃ আক্তার হোসেন, বরিশাল এপেক্স ক্লাবের সভাপতি ডাঃ সাইদুর রহমান কামাল প্রমুখ।
 
বরিশাল এপেক্স ক্লাবের সভাপতি এপেঃ ডাঃ সাইদুর রহমান কামাল এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ২ জন মহিলাকে সেলাই মেশিন বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর