শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও সোয়া ৬ লাখ টিকা

রিপোর্টারের নাম / ২১২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

শনিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৭টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা আসে।

এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকার চালান এসেছে। এগুলো গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে গত ২১ আগস্ট বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কোভ্যাক্সের আওতায় ২ আগস্ট জাপান থেকে আসে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান।

দ্বিতীয় চালান আসে ৩১ জুলাই। যার সংখ্যা সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ।

২৪ জুলাই জাপান থেকে ঢাকায় আসে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর