শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় পৌনে সাত কেজি রুপার গহনাসহ আটক দুই

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে পৌনে সাত কেজি রুপার গহনাসহ দুই চোরাচালানকারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

আটককৃতরা হলেন- উপজেলার মেদেনীপুর গ্রামের সুলতান আলীর ছেলে মো. আনান্দ (৫০) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের ফজল করিমের ছেলে আব্বাস আলী (৪০)।

রোববার (২২ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা সোয়া ১১টার দিকে জীবননগর বিওপির সামনে বিজিবি চেকপোস্টে যশোরগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায়। এসময় ওই বাসের দুজন যাত্রী বিজিবি সদস্যদের দেখে কৌশলে পালানোর চেষ্টা করে।

সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে বিজিবি। পরে আটককৃত আনান্দ এবং আব্বাস আলীর দেহ তল্লাশি করে ছয় কেজি ৬৫৮ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। আটককৃতদের রুপার গহনাসহ জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর