রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে নগরবাসীর প্রতি বিসিসি মেয়র সাদিকের আহবান

রিপোর্টারের নাম / ১৬০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১০ জুলাই, ২০১৯

ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বর সর্ম্পকে সচেতনতার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বরে নগরবাসীকে আতংকিত না হওয়ার আহ্বান জানিয়ে সচেতনতার পাশাপাশি প্রতিরোধের আহ্বান জানিয়ে এই বিবৃতি দিয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া স্বাস্থ্য বার্তার উপর গুরুত্বারোপ করে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, মন্ত্রনালয়ের ওই বার্তায় বলা হয়েছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বর যা এডিস মশার কামড়ে ছড়ায়। সাধারন চিকিৎসাতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব।

মেয়র সাদিক আবদুল্লাহ নগরবাসীর প্রতি আহবান জানিয়ে দেয়া বিবৃতিতে বলেন, আপনার ঘর-বাড়ি এবং আশেপাশে যেকোন পাত্র বা জায়গায় জমে থাকা পানি ৩ দিন পরপর ফেলে দিন। এর ফলে এডিস মশার লার্ভা মরে যাবে। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘঁষে পরিস্কার করতে হবে। ফুলের টব, প্লাষ্টিকের পাত্র, পরিত্যাক্ত টায়ার, প্লাষ্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা-নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, পলিথিন-চিপসের প্যাকেট, ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। অপ্রয়োজনীয় অথবা পরিত্যাক্ত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে, যাতে পানি না জমে। দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

যেহেতু মশা শরীরে খোলা জায়গায় কামড় দেয়, তাই যতদূর সম্ভব শরীর পোশাকে আবৃত থাকে এমন পোশাক পরা উচিৎ। সম্ভব হলে জানালা এবং দরজায় মশা প্রতিরোধক নেট লাগান, যাতে ঘরে-বাড়িতে মশা প্রবেশ করতে না পারে। প্রয়োজনে শরীরের অনাবৃত স্থানে মশা নিরোধক ক্রিম-লোশন ব্যবহার করা যেতে পারে (মুখমন্ডল ব্যতীত)। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এ সময় অধিক সতর্ক থাকা প্রয়োজন।

জনস্বার্থে বরিশাল নগরীকে পরিচ্ছন্ন রাখতে একাজে নিয়োজিত থাকা পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার জন্য মেয়র সাদিক আবদুল্লাহ সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর