শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

মেয়রের আহ্বানে কাজে ফিরেছেন বরিশাল সিটির পরিচ্ছন্নতাকর্মীরা

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২২ আগস্ট, ২০২১

শনিবার সন্ধ্যায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আহ্বানের পর কাজে ফিরেছেন বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

শনিবার রাত ৮টা থেকে তারা তাদের নিয়মিত কাজ শুরু করেন।

এর আগে সন্ধ্যা ৭টায় নগরীর কালিবাড়ি রোডস্থ বাস ভবনে জরুরি সংবাদ সম্মেলনে পরিচ্ছন্নতাকর্মীদের কাজে ফেরার আহ্বান জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মেয়র প্রশাসনের প্রতি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি না করারও আহবান জানান সংবাকদ সম্মেলন থেকে।

এদিকে রাত ৮টাবর পরই পরিচ্ছন্নতাকর্মীদের কাজে নামার চিত্র দেখা গেছে বিভিন্ন এলাকায়।

নগরীর বিবির পুকুর পাড় এলাকায় আবর্জনা পরিষ্কার করতে আসা পরিচ্ছন্নতাকর্মী জুয়েল বলেন, আমরা মেয়রের আহ্বানে কাজে নেমেছি। টানা ৩ দিন পর কাজে নেমেছি আমরা। নগরের সব ময়লা পরিষ্কার করা হবে।

বিএম কলেজ রোডে কর্মরত বিপ্লব বলেন, আমরা কাজে নেমেছি গ্রেপ্তার আতঙ্কের মধ্যেও। নগরবাসী দুর্ভোগে রয়েছেন। সেই কথা চিন্তা করে মেয়র স্যা রের নির্দেশে কাজে নেমেছি সবাই।

এর আগে বুধবার রাতে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তাদের উপর গুলি ছোঁড়া ও পুীলিশের হামলার পর কাজ বন্ধ করে দেয় করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এতে পুরো নগরী ময়লার ভাগাড়ে পরিণত হয়, দুর্ভোগে পড়ে নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর