পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সম্পাদককে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি ও বিভিন্ন সংগঠন।

গত ১৮ই আগস্ট বুধবার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার জানিয়েছে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১৬ আগস্ট সোমবার পটুয়াখালী সবুজবাগ সরকারি কলেজের পিছনের দিকের সড়কে রাস্তায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও বর্তমান কার্যনির্বাহী কমিটির ২০২১-২২ এর নির্বাচিত লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান রাত আনুমানিক ১২টা ৩০মিনিটের দিকে তার অসুস্থ বাবার ঔষধ ক্রয় করে ফেরার পথে পটুয়াখালী পুলিশ লাইন্সের টহল পুলিশ একটি জনমানব শূন্য স্থানে তার গতিরোধ করে তল্লাশির নামে আব্দুল্লাহ আল মামুনের মানিব্যাগ,মোবাইল কেড়ে নিয়ে দেহ তল্লাশির করার নামে শরীরের স্পর্শকাতর যায়গায় হাত দিয়ে শারীরিক মানসিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করে।

এঘটনার সুষ্ঠু তদন্ত ও পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন পটুয়াখালীর সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here