শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

বরিশাল থেকে অপহণের পাঁচ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় অপহণের পাঁচ মাস পর স্কুল পড়ুয়া ছাত্রীকে নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের সফিকুল ইসলাম সরদারের মেয়ে ও বাগধা দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রুবিনা ইসলাম নুরানী (১৩)কে গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে দক্ষিন চাঁদত্রিশিরা বড়ইতলা বাজার এলাকা থেকে শাহীন বেপারীর নেতৃত্বে ৪/৫জনের একটি দল অপহরণ করে। অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা লিজা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

 

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুজ্জামান নড়াইল সদর থানার মাইচপাড়া এলাকার একটি বাসা থেকে অপহৃতা স্কুল ছাত্রী রুবিনা ইসলামকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী শাহীন বেপারী পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর