বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছে আদনান হোসেন অনি।

রিপোর্টারের নাম / ১৮৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৮ আগস্ট, ২০২১

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক অাব্দুল্লাহ’র নির্দেশে নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে বরিশাল মহানগর ছাত্র লীগের সাবেক সদস্য মোঃ অাদনান হোসেন অনি।
 
গত ৭ ই আগস্ট শুক্রবার থেকে বরিশাল মহানগরীর ১৭ নং ওয়ার্ড ফকিরবাড়ি রোডে অাদনান হোসেন অনির ব্যক্তিগত কার্যালয়ে এই কার্যক্রম চালু করেন।
 
অাদনান হোসেন অনি বলেন, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
তিনি অারো বলেন, আমরা লক্ষ্য করছি বরিশালে এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই সচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি।
অনেক মানুষের কাছে টিকা না নেওয়ার কারণ জানতে চাইলে অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে জটিলতার কথা বলছেন।
 
এ অবস্থায় তাদের জটিলতা কমাতে বিনামূল্যে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক অাব্দুল্লাহ ও ১৭ নং ওয়াড আওয়ামীলীগের নির্দেশে এই সেবামূলক কার্যক্রম চালু রাখা হয়েছে।
 
এই কার্যক্রমে প্রযুক্তির সহযোগিতায় ছিলেন
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক কমল দাস শুভ ও সার্বিক সহযোগিতা করে ১৭ নং ওয়ার্ড অাওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর