রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

বরিশালে দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠকদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন

রিপোর্টারের নাম / ১৩৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৬ জুলাই, ২০১৯

আজ ৬ জুলাই দুপুর ১২ টায় জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম সভাকক্ষে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসংগঠকদের অনুকূলে প্রদত্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পত মন্ত্রণালয়, অবসর প্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর, উর্মি ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

৭ জন দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসংগঠকদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়। তারা হলেন আঃ রব জামিল, কাজী মজেদ কালু, মীর বসারত হোসেন, রতন দাস, বেল্লাল খাঁ, মীর আনিস উদ্দিন আহমেদ, মোঃ মামুন আর রশিদ খান। প্রত্যেককে এককালিন ১৫০০০/- হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী, পানি সম্পত মন্ত্রণালয়, অবসর প্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি।

পরে প্রধান অতিথি চেক বিতরণ অনুষ্ঠান শেষে আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম এর বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি বরিশাল বিভাগের একমাত্র সুইমিংপুল পরিদর্শন করেন। দ্রুত স্টেডিয়ামসহ সুইমিংপুলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর