বরিশালে মোবাইল কোর্টের অভিযানে পুলিশের মোটরসাইকেল জব্দ
কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা কার্যকরে চতুর্থদিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রবিবার সকালে পরিচালিত অভিযানে ২৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার আটশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা, মারুফ দস্তগীর ও লাকী দাসের পরিচালিত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে এ অভিযান চালান।
অপরদিকে বাহিরে ঘুরতে বের হয়ে শাস্তির মুখে পরেছেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এএসআই কামরুজ্জামান। বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড়ে চেকপোস্টে আটকা পরেন এই পুলিশ সদস্য। এ সময় কাগজপত্র দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, কাগজপত্র দেখিয়ে তাকে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান, তাই সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।