বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

রাতে শুরু হচ্ছে ব্রাজিলের ‘ছয়ে ছয়’ মিশন

রিপোর্টারের নাম / ২৭৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ জুন, ২০২১

আপাতত আছে ‘পাঁচে পাঁচ’; এবারের আসর জিতলেই হয়ে যাবে ‘ছয়ে ছয়’- মুখে বলা যতটা সহজ, তা মাঠে ঠিক ততটাই চ্যালেঞ্জিং। তবে ঘরের মাঠের টুর্নামেন্ট হওয়ায় দ্বিতীয় কোনো কথা ছাড়াই এবারের কোপা আমেরিকায় হট ফেবারিট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল।

কেননা এখনও পর্যন্ত জেতা নয়টি কোপা আমেরিকা শিরোপার মধ্যে পাঁচটিই নিজেদের ঘরের মাঠে জিতেছে সেলেকাওরা। শুধু তাই নয়, ঘরের মাঠে আয়োজন করা পাঁচ আসরেই শেষ হাসি হেসেছে তারা। সর্বপ্রথম ১৯১৯ আর সবশেষ ২০১৯ সালে, মাঝে ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯ সালে স্বাগতিক দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

অনেক নাটকীয়তা ও অনিশ্চয়তার পর ২০২১ সালের কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। প্রথমে এটি আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে হওয়ার কথা ছিল। প্রথমে কলম্বিয়া ও পরে আর্জেন্টিনা সরে দাঁড়ানোয়, ব্রাজিলকে আয়োজক হিসেবে বেছে নিয়েছে কোপার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

খেলোয়াড়দের প্রতিবাদ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনিশ্চয়তা ছাপিয়ে আজ (রোববার) রাতেই শুরু হচ্ছে কোপার এবারের আসর। এরই মধ্যে ব্রাজিলের হাইকোর্ট থেকেও মিলেছে সবুজ সংকেত। বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ‘ছয়ে ছয়’ করার মিশনে নামবে ব্রাজিল।

স্বাগতিক দলে তেমন কোনো শঙ্কার খবর নেই। তবে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভেনেজুয়েলার ৮ জন খেলোয়াড় ও ৩ জন কোচিং স্টাফ। তবু খেলা স্থগিত হওয়ার কোনো কথা হয়নি। বরং ৮ খেলোয়াড়ের বদলি হিসেবে নতুন ১৫ জনকে দলে ডেকে নিয়েছেন ভেনেজুয়েলার কোচ।

এতে অবশ্য ব্রাজিলের চিন্তার কোনো কারণ নেই। কেননা তাদের নিজেদের সাম্প্রতিক ফর্ম কিংবা ভেনেজুয়েলার বিপক্ষে অতীত পরিসংখ্যান, সবই কথা বলছে তিতের দলের পক্ষে। ভেনেজুয়েলার বিপক্ষে সবমিলিয়ে ২৭ ম্যাচ খেলে মাত্র ২ বার হেরেছে ব্রাজিল, জিতেছে ২২টি ম্যাচে। জয়ের সংখ্যাটি ২৩-এ উন্নীত করার লক্ষ্যেই আজ রাতে খেলতে নামবে তারা।

ব্রাজিলের ব্রাসিলিয়ায় অবস্থিত গারিঞ্চা মানে স্টেডিয়ামে হবে ম্যাচটি। বাংলাদেশ থেকে সরাসরি সনি টেন ২ ও সনি সিক্সের পর্দায় দেখা যাবে খেলা। এছাড়া সনি লিভের মাধ্যমে অনলাইনেও দেখা যাবে কোপা আমেরিকার সব ম্যাচ।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: এলিসন বেকার, দানিলো, এডের মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফাবিনহো, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন, নেইমার ও গ্যাব্রিয়েল হেসুস।

ভেনেজুয়েলার সম্ভাব্য শুরুর একাদশ: জোয়েল গ্রাতেরল, মিকেল ভিলানুয়েভা, উইলকার অ্যাঞ্জেল, জন চ্যানসেলর, রবার্তো রোসালেস, টমাস রিঙ্কন, জুনিয়র মোরেনো, ক্রিশ্চিয়ান ক্যাসেরেস, অ্যালেক্সান্ডার গনজালেজ, রোমুল ওতেরো ও জোসেফ মার্টিনেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর