সর্বশেষ আপডেট
বরিশালে এপেক্স বাংলাদেশ জেলা গভর্নর-৫ এপেঃ মোঃ আদনান হোসেন অনির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ।
এপেক্স বাংলাদেশ জেলা গভর্নর-৫ এপেঃ মোঃ আদনান হোসেন অনির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ।
এপেক্স বাংলাদেশের ২০২১ সালের জাতীয় বোর্ড কর্তৃক পূর্ব ঘোষিত মাসব্যাপী সেবা কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৬ তম দিনে বিকাল ৫ টায় বরিশালে ফকিরবাড়ী রোডে জেলা গভর্নর-০৫ এপেঃ মোঃ আদনান হোসেন অনির পক্ষ থেকে ১শত ৫০ জন গরীব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল পোলাউয়ের চাল, তৈল, চিনি, দুধ, সেমাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর-০৫ এপেঃ এ্যাডঃ সাদিকুর রহমান লিংকন, এপেক্স ক্লাব অব বরিশালের সাবেক সভাপতি এপেঃ মোঃ আক্তার হোসেন, সাবেক সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপেঃ কমল দাস শুভ, সদ্য অতিত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপেঃ ডাঃ হুমায়ুন কবির, জুনিয়র সভাপতি এপেঃ মোঃ রেজাউল ইসলাম সাব্বির, সদস্য এপেঃ মিঠুন দাস প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







