শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বরিশালে তুলার দোকান পুড়ে ছাই আতংকিত এলাকাবাসী

রিপোর্টারের নাম / ২০৮ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

বরিশাল নগরীর বটতলা মসজিদের পাশে একটি তুলার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে প্রত্যাক্ষদর্শীরা জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে জৈনিক হাবিব খলিফার তুলার দোকান বন্ধ করে বাসায় যায় হঠাৎ রাতে খবর পায় যে তার দোকানে আগুন লেগেছে।

আগুনের দৃশ্য দেখে বাসা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এসময় বরিশাল ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আঘাঘন্টা চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রনে আনে।

কিন্তু দোকানের কোন মালামল রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান বরিশাল ফায়ার সার্ভিসের জেলা প্রধান মমতাজ উদ্দিন। তিনি আরো জানান, আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমান এবং সূত্রপাত এখনই বলা যাচ্ছে না।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশের কর্মকর্তারা। তারাও প্রায় ৪/৫ টিম ফাসার সার্ভিসকে সহযোগীতা করেছে বলে নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম।

তিনি আরো জানান সংবাদ পেয়ে আমার প্রায় ৪/৫টিম ওখানে কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর