শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ জন হিজড়া সদস্যদের মাঝে আর্থিক অনুদান

রিপোর্টারের নাম / ১৭৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

নদী খালের জেলা বরিশাল, প্রতিবছর নদী ভাঙ্গন এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ হচ্ছে হাজারো মানুষ। এর সাথে দেখা দিয়েছে পৃথিবী জুড়ে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস এ থেকে রেহাই পাচ্ছেনা বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশাল। মানুষ হয়ে জন্য নিয়েও আজ তারা সমাজে অবহেলিত সমাজে যাদের পরিচয় হিজড়া নামে। তৃতীয় লিঙ্গের এই মানুষ গুলো কথা বিবেচনা করে তাদের পাশে এসে সর্বদা দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর সহযোগিতা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রাকৃতিক দূর্যোগ করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বরিশাল জেলা আওয়ামীলীগ তালুকদার মোঃ ইউনুস ও
বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক,
সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব কাজী মিরাজ মাহমুদ,
প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল জেলার সকল সরকারি শিশু পরিবার সমূহের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৬০ কেজি খেজুর বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর