শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক কাজী নেছার উদ্দিন আজাদ

রিপোর্টারের নাম / ২১৯ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

 ইন্তেকাল করেছেন বরিশালের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের বার্তা’র সম্পাদক এবং বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এর সহোদর কাজী নেছার উদ্দিন আজাদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার রাতে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। কাজী আজাদ নগরীর কাশিপুর গড়িয়ারপাড় এলাকায় বসবাস করতেন।

মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী, দুই ভাই, বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রকাশক মেহেরুন্নেসা বেগম এবং সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলসহ দৈনিক আজকের বার্তার সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মরহুমের জানাযার নামাজ আজ নিজ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফনের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর