তালতলীতে করোনা ভাইরাসে অবসরপ্রাপ্ত ব্যাংকারের মৃত্যু
প্রাণঘাতী করোনা ভাইরাসে বরগুনার তালতলী উপজেলার কলারং গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহাম্মদ আলী নয়া সিকদার (৭০) শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে মারা গেছে।
দ্বিতীয় ঢেউতে এ বছর এই প্রথম তালতলী উপজেলায় একজন মৃত্যু বরন করল। স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাগেছে উপজেলার কলারং গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহাম্মদ আলী নয়া সিকদার (৭০) গত ২ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার তার নমুনা প্রতিবেদন বরগুনা জেনারেল হাসপাতালে আসে।
ওই প্রতিবেদনে উল্লেখ ছিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এরপর থেকে তিনি শ^াস কষ্টে ভুগছিলেন। শুক্রবার সকাল ৯ টায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ওইদিন বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়। অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহাম্মদ আলী নয়া সিকদারের ছেলে মো. মামুন সিকদার বলেন, বাবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করেছি।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, করোনায় আক্রান্ত হয়ে এক অবসরপ্রাপ্ত ব্যাংকার মারা যাওয়ার খবর পেয়েছি। তাকে পারিবারিকভাবেই দাফন করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মুনায়েম সাদ বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে মোহাম্মদ আলী নয়া সিকদার নামের এক বৃদ্ধ মারা গেছেন।







