সর্বশেষ আপডেট
সোমবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ
লকডাউনের কারণে সোমবার (৫ এপ্রিল) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।
শনিবার (৩ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (কাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে বলেও জানিয়েছেন কাবের চেয়ারম্যান।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







