শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বরিশাল জেলায় নতুন করে ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

০২ এপ্রিল তারিখে বরিশাল জেলায় নতুন করে ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। অদ্যাবধি এ জেলায় ৫২৬২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ ০২ এপ্রিল তারিখে এ জেলায় করোনা আক্রান্ত ০৯ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ৪৯১৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আজ ০২ এপ্রিল এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৯২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ২১ জন, হিজলা উপজেলার ০১ জন, আগৈলঝাড়া উপজেলার ০১ জন, উজিরপুর উপজেলার ০১ জনসহ মোট ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১৫৬ জন, সদর উপজেলায় ৪০৫৯ জন, উজিরপুর উপজেলায় ২০৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৭৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৬৮ জন, হিজলা উপজেলায় ৭২ জন, বানারীপাড়া উপজেলায় ১০৪ জন, মুলাদী উপজেলায় ১৩৩ জন, গৌরনদী উপজেলায় ১৬৭ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২২ জন করে মোট ৫২৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর