ইত্তেফাকের প্রয়াত বরিশাল অফিস প্রধান লিটন বাশারের মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত
![](https://barishal365.com/wp-content/uploads/2019/07/65480896_176528613360684_6049981973567373312_o.jpg)
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ইওেফাকের ব্যুরো চীফ প্রয়াত লিটন বাশারের ২য় মৃত্যুবার্ষীকি উপলক্ষে দৈনিক দখিনের প্রতিবেদন পত্রিকা ও সহযোগী প্রতিষ্ঠান বরিশাল ওয়ান নিউজের উদ্যেগে কোরআন খতম দোআ মোনাজাত করা হয়েছে।
রবিবার ৩০ জুন পত্রিকার নিজস্ব কার্যালয়ে জোহরবাদ দোআ মোনাযাতের আয়োজন করা হয়। দখিনের প্রতিবেদন পত্রিকার সম্পাদক রাইসুল ইসলাম অভির সভাপতিত্বে,এতে উপস্তিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী,দৈনিক ইওেফাকের বরিশাল অফিস প্রধান শাহিন হাফিজ, দৈনিক দখিনের মুখের নির্বাহী সম্পাদক ডাঃআলআমিন,মানবাধিকার কমিশন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক আবু মাসুম ফয়সাল, নিপু নেগাবান,দৈনিক ইওেফাকের ফটো সাংবাদিক ফারুক লিটু,দৈনিক সাহসী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক সুমন হালদার আশীষ, দখিনের প্রতিবেদন পত্রিকার প্রকাশক ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান মুরাদ,অনলাইন এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আলম দিপু,রেজাউল ইসলাম বাদশাহ,সাংবাদিক সোহাগ,প্রমুখ।