শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

বরিশালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিসিক উদ্যোক্তা মেলা ২০২১ উদ্বোধন

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

আজ ২২ মার্চ সোমবার বিকাল সাড়ে ৪ টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসক বরিশালের সহযোগিতায় নগরীর পরেশ সাগর মাঠে মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবসর্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিসিক উদ্যোক্তা মেলা ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাসসহ বিসিক শিল্প নগরী কর্মকর্তা বিসিক মালিক সমিতি সদস্যরা, উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ অন্যান্য অতিথিবৃন্দরা বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। পরে তার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা চলবে মাসব্যাপী মেলায় ৭০ টি বিভিন্ন পণ্যের স্টল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর