একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ জুন) রাত সাতটার দিকে ষোলশহর লিচু বাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন- চা-দোকানি নন্দন সরকারের স্ত্রী লক্ষ্মী রাণী সরকার (২২) ও তার দুই বছরের মেয়ে অনন্যা রাণী সরকার।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশেম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লিচু বাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। কাঁচা ঘরের সিলিংয়ের সঙ্গে একই রশির এক প্রান্তে মা এবং আরেক প্রান্তে মেয়ে ঝুলছিল।
স্থানীয়রা জানায়, লক্ষ্মী রাণী সরকারের স্বামী নন্দন সরকার সকালে চা বিক্রি করতে বেরিয়ে যান। তিনি বিকেল ৪টার দিকে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।