সর্বশেষ আপডেট
টাইগারের সিনেমা দিয়ে ফিরলেন এ আর রহমান
করোনাকালীন বিরতি শেষে আবারও কাজে ফিরছেন ভারতের সংগীত জাদুকর এ আর রহমান। সম্প্রতি আহমেদ খানের পরিচালনায় ‘হিরোপান্তি ২’ সিনেমাতে সংগীত পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন রহমান।
সিনেমাটির সবগুলো গান লিখবেন মেহবুব খান।
সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, ইতিমধ্যে এ আর রহমানের সঙ্গে কথা পাকাপোক্ত করেছেন আহমেদ খান। শিগগিরই সিনেমাটির গান নিয়ে কাজ শুরু করবেন রহমান এবং মেহবুব।
সিনেমাতে মোট গান থাকবে পাঁচটি। তবে শুধু গান নয় আবহ সংগীতের কাজেও থাকবেন তিনি।
প্রসঙ্গত, ‘হিরোপান্থি ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন টাইগার শ্রফ। তার বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন। চলতি বছরের ৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর