বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

করোনায় চতুর্থবার স্বাস্থ্যমন্ত্রী বদলালেন ব্রাজিল প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

করোনা মহামারিতে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী বদলালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় সোমবার তিনি দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে হৃদরোগবিশেষজ্ঞ মারসেলো কোয়েরোগাকে নিয়োগ দেন। খবর বিবিসির।

গত বছরের মে মাসে ব্রাজিলে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নেলসন টেইক। এর আগে লুইজ হেনরিক মেন্ডেটাও প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন।

প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বলসোনারো বলেন, মারসেলো কোয়েরোগাকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক-দুই সপ্তাহের মধ্যেই তাকে দায়িত্ব হস্তান্তর করা হবে।

কোয়েরোগা আগের স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলোর স্থলাভিসিক্ত হবেন যিনি একজন আর্মি অফিসার ছিলেন। কোয়েরোগা ব্রাজিলিয়ান সোসাইটি অব কার্ডিওলজির (এসবিসি) প্রেসিডেন্ট।

বলসোনারো ওই সংবাদ সম্মেলনে বলেন, কোয়েরোগার সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। পাজুয়েলো আজ পর্যন্ত যা করতে পারেনি, তেমন অনেক কিছু করার যোগ্যতা আছে কোয়েরোগার।

দায়িত্ব ছাড়ার আগে ব্রাজিল সরকার ফাইজার-বায়োএনটেকের ১০ কোটি ডোজ টিকা কিনেছে বলে ঘোষণা দেন পাজুয়েলো। আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব টিকা সরবরাহ শুরু হবে। জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ৩ কোটি ৮ লাখ টিকা এ বছরের দ্বিতীয়ার্ধে এসে পৌঁছানোর কথা রয়েছে।

ব্রাজিলে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশটিতে দিনে গড়ে ১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর