বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

অনলাইন সম্প্রচার তদারকিতে হচ্ছে উইং : তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

আইপি টিভিসহ অনলাইন সম্প্রচার তদারকিতে উইং হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ হয়েছে। নাম পরিবর্তন করে সোমবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার নিয়ে আলাদা দুটি বিভাগ হবে কি-না জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘না, আলাদা বিভাগের প্রয়োজন নেই। তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে আরও নিবিড়ভাবে যাতে সেবা দিতে ও কাজ করতে পারি সেজন্য আমাদের একটা আলাদা উইং করা হচ্ছে। আগে আলাদা কোনো সেল ছিল না। এখন আমাদের মিডিয়া উইং সেটা দেখে। এজন্য সেখানে আলাদা আরও একটা উইং করার পরিকল্পনা নিয়েছি। সেটা ডেডিকেটেডলি কাজ হবে অনলাইনে যে সমস্ত সম্প্রচার হয়, আইপি টিভিসহ অন্যান্য যে সকল সম্প্রচার হয়। সেগুলো দেখার জন্য আমরা একটা আলাদা উইং করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপাতত আমাদের যে জনবল আছে সেই জনবল দিয়েই উইংটি শুরু করবো। পরবর্তী সময়ে আমরা জনপ্রশাসনে লিখবো, এখানে আরও জনবল সংযোজন করা জন্যে।’

মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তথ্য মন্ত্রণালয় তথ্য প্রদান ও সরকারের কাজগুলো জনগণের সামনে তুলে ধরা ছাড়াও সম্প্রচারের কাজটি দেখে আসছে। সম্প্রচারের কাজটি তথ্য মন্ত্রণালয় করে থাকে। এজন্য আমরা চাচ্ছিলাম যে, এই মন্ত্রণালয়ের নাম কাজের সঙ্গে সঙ্গতি পূর্ণ হোক। সেই কারণে আমরা নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করার জন্য প্রস্তাব পেশ করেছিলাম।’

নাম পরিবর্তনের কারণে কাজের ক্ষেত্র বাড়বে কি-না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘কাজের ক্ষেত্র যেমন আছে তেমনি থাকবে। তবে কাজের ক্ষেত্রে যে নানা রকমের বিভ্রান্তি হয় সেটা এখন আর থাকবে না।’

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে করোনা শুরু থেকে কখনো লকডাউন দেয়া হয়নি। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা যখন ব্যাপক পরিমাণে ছিল তখনও লকডাউন দেয়া হয়নি। সুতরাং ভবিষ্যতে সেটি দেয়ার কারণ আছে বলে আমি মনে করি না। যেটির প্রয়োজন আছে সেটা হলো মানুষের মনের ভীতি চলে গেছে, টিকা নেয়ার পর মনে করছে করোনা চলে গেছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া মানুষ যেভাবে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করছিল, এখন সেটা আগের মতো করছে না। এজন্য আমি মনে করি, এখন আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলছি না সেটা ভুল হচ্ছে। এখন আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন এবং যতদূর সম্ভব জনসভা এড়ানো প্রয়োজন। এগুলো করলেই করোনা অনেক নিয়ন্ত্রণে চলে আসবে।’

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও সচিব খাজা মিয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর