সর্বশেষ আপডেট
কলাপাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ায় পুকুরে ডুবে আখিনুর (৫) ও লামিয়া (৪) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার শেষ বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়োগান্তক ঘটনাটি ঘটে। জানা গেছে, মৃত দুই শিশু চাচাতো বোন।
দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। সকলের অগোচরে দু’ জনেই পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজার পরে দু’জনকেই ভাসমান অবস্থায় পায়।
দ্রুত সজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
রাত নয়টার দিকে উভয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত আখিনুরের বাবার নাম আল-আমিন, আর লামিয়ার বাবার নাম মিজানুর। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







