সর্বশেষ আপডেট
বরিশালের পায়রা সেতু থেকে পড়ে সার্ভেয়ারের মৃত্যু
বরিশাল পটুয়াখালী মহাসড়কের লেবুখালী ফেরিঘাটে নির্মাণাধীন পায়রা সেতুর কাজ তদারকির সময় নিচে পড়ে গিয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান প্রকল্পের সার্ভেয়ারের সহকারী ছিলেন। এসময় পায়রা সেতুর ওপর কংক্রিট লেবেল করা হচ্ছিল। তখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় মোস্তাফিজ নিচে পড়ে যান।
মোস্তাফিজের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর গ্রামে বলে নিশ্চিত করেন পায়রা সেতু প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক কামরুল হাসান।
তিনি জানান মোস্তাফিজ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







