বরিশালের আগৈলঝাড়ায় ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার অ্যাম্বুলেন্সচালক বিএনপি নেতা দুলু শরীফ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, গ্রেপ্তার দুলু শরীফকে তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।

ওই দিন শেষ বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম বিচার আদালতের হাকিম মওদুদ হোসেনের কাছে দুলু শরীফ ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজের অপরাধ স্বীকার করে।

আদালতে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী মহল্লার গৌরনদী পৌর বিএনপির সাবেক নেতা দুলু শরীফ দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করে রোগী বাহনের নামে অ্যাম্বুলেন্সচালক হিসেবে অভিনব কায়দায় সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা করার তথ্য দেয়।

তিনি বলেন, ১৮ জুন রাতে উপজেলার উত্তর সীমান্ত এলাকা মাগুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে দুলাল শরীফ ওরফে দুলুকে ১১০০ ইয়াবাসহ পুলিশ আটক করে।

আটক দুলালের ভাষ্য মতে, তার সাথে থাকা নান্নু মৃধা ও ফয়সাল হাওলাদারের নাম প্রকাশ করে।
পরে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী মহল্লার নান্নু মৃধাকে ২২ জুন রাতে দাসেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে অপর পলাতক আসামি গৌরনদীর সুন্দরদী মহল্লার ফয়সাল হাওলাদারকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি আফজাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here