বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় বোল্ট

রিপোর্টারের নাম / ৩৫৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৩০ জুন, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে হ্যাটট্রিক ছিল ৩টি। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এতদিন পর্যন্ত হ্যাটট্রিকের দেখা পাননি কোনো কিউই বোলার। ট্রেন্ট বোল্টের হাত ধরে ঘুচল সেই আক্ষেপ।

আজ (শনিবার রাতে) অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন ট্রেন্ট বোল্ট। ইনিংসের শেষ ওভারে এসে টানা তিন বলে তিনি ফিরিয়েছেন উসমান খাজা, মিচেল স্টার্ক আর জেসন বেহরেনডর্ফকে।

এটি চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। গত ২২ জুন আফগানিস্তানের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি করেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত যে ৪টি হ্যাটট্রিক হলো, তার মধ্যে ২টিরই মালিক বোল্ট। গত বছরেরই নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে হ্যাটট্রিক করেছিলেন বাঁহাতি এই পেসার।

নিউজিল্যান্ডের পক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করা বাকি দুজন হলেন ড্যানি মরিসন আর শেন বন্ড। মরিসন ১৯৯৪ সালে নেপিয়ারে ভারতের বিপক্ষে এবং বন্ড ২০০৭ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর