বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় দুই মাসেও অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মেলেনি

রিপোর্টারের নাম / ৩২৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই মাস পার হলেও অজ্ঞাত যুবক (৪৫) এর লাশের পরিচয় মেলেনি। পুলিশ অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
থানা সূত্রে জানাগেছে, গত বছরের ৩ ডিসেম্বর রাতে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী ওয়াবদা সড়কের পাশে একটি জাম্বুরা গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে স্থানীয় চৌকিদার পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে লাশের
ডিএনএ সংগ্রহ পূর্বক ময়নাতদন্ত শেষে পরিচয় সনাক্ত না হওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়। এঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই সজল ইসলাম জানান, লাশের ছবি সহ সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছিল। তারপরও লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। যদি কেউ তার পরিচয় জানতে পারেন তবে দ্রুত মঠবাড়িয়া থানায় জানাতে তিনি অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর