বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

এইসএস‌সি‌তে ব‌রিশাল বো‌র্ডে শতভাগ পাশ, জি‌পিএ-৫ বে‌ড়ে‌ছে সাড়ে ৪ হাজার

রিপোর্টারের নাম / ২২৪ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

ব‌রিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক শিক্ষাবা‌র্ডে এইসএসসি পরীক্ষার ফলাফ‌লে পা‌শের হার শতভাগ। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ৫ হাজার ৫শত ৬৮ জন। পরীক্ষা‌বিহীন ফলাফল পে‌য়ে খুব একটা খু‌শি নয় তুলনামূলক ভা‌লো মা‌নের শিক্ষার্থীরা। এ‌দি‌কে শিক্ষা‌বিদরা বল‌ছে প্যান্ডা‌মি‌কের কার‌নে সরকা‌র এ সিদ্ধান্ত গ্রহন ক‌রে‌ছে, যা মে‌নে নি‌য়েছে সবাই।

আজ শ‌নিবার (৩০জিানুয়ারি) বেলা পৌ‌নে ১১ টায় ব‌রিশাল শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবা‌দিক‌দের হা‌তে পরীক্ষার ফলাফল তু‌লে দেন। প্রাপ্ত ফলাফ‌লে দেখা গে‌ছে পরীক্ষায় অংশগ্রহ‌নের জন্য আ‌বেদন ক‌রেছি‌লো ৬৮ হাজার ৯ শত ২০ জন। এরম‌ধ্যে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ৫ হাজার ৫শত ৬৮ জন। গতবার জি‌পিএ-৫ ছি‌লো ১ হাজার ২ শত ১ জন। আর ২০১৮ সা‌লে ৬ শত ৭০ জন। গতবা‌রের থে‌কে এবারে জি‌পিএ-৫ এর সংখ্যা ৪ হাজার ৬ শত ৬৭ টি বে‌শি।

 

এ ব্যাপা‌রে বরিশাল শিক্ষা‌বো‌র্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ব‌লেন, এবা‌রের ফলাফ‌লে কেউ হাতাশ হ‌বেনা ব‌লে আশারা‌খি।তারপর ফলাফ‌লের ব্যাপা‌রে কা‌রো আপ‌ত্তি থাক‌লে টেলিট‌কের মাধ্য‌মে রি‌ভিউ করার সু‌যোগ আ‌ছে ৭ দি‌নের ম‌ধ্যে। এরআ‌গে পুননীরীক্ষার জন্য প্রতি সাব‌জে‌ক্টে টাকা লাগতো, এবারে ‌মোট ১২৫ টাকায় তা হ‌য়ে যাব।

 

এ‌দিওক শিক্ষার্থীরা বলছে পরীক্ষা‌বিহীন রেজাল্ট তা‌দের‌কে আন‌ন্দিত কর‌তে পা‌রে‌নি খুব একটা। এ‌তে যথাযথ মূল্যায়ন হয়না ব‌লে ধারনা তা‌দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর