রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বরিশাল বিসিকে উৎপাদনশীলতা উন্নয়ন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

রিপোর্টারের নাম / ২৭৮ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

আজ ২৮ জানুয়ারি দুপুর ১২ টার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল ও ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর আয়োজনে বিসিক কার্যালয় বরিশালে উৎপাদনশীলতা উন্নয়ন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বিসিক শিল্প মালিক সমিতি সভাপতি ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান, গবেষণা কর্মকর্তা এনপিও মোঃ রাজু আহম্মেদ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, শিল্প নগরী কর্মকর্তা বিসিক বরিশাল মোঃ জহিরুল ইসলাম।

শুরুতে অতিথিরা প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে কর্মশালায় অংশগ্রহণকারী ও উদ্যোগতাদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় তিনি বিসিকের নিজস্ব তহবিল থেকে ৪ জন উদ্যোক্তাদের মাঝ (বিনমিত) ঋণের ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন পাশাপাশি বিসিক কর্তৃক ৯ জন উদ্যোগতাদের মাঝে এসএমসিআইএফ এর ঋণের আওতায় ৭ লক্ষ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার বিসিকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর