রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বরিশালে ০৩ ফার্মেসিতে ৭০ হাজার টাকা জরিমানা : নকল ওষুধ জব্দ

রিপোর্টারের নাম / ২৩০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

বরিশাল নগরীর কাটপট্টি এলাকার বিভিন্ন ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন। এসময় নকল ওষুধ বিক্রির অপরাধে সেখানকার তিনটি ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফার্মেসিগুলো থেকে জব্দ করা হয় প্রায় লাখ টাকা মূল্যের নকল ওষুধ। বৃহস্পতিবার দুপুরে ওষুধ প্রশাসন ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, ‘নগরীর কাটপট্টি এলাকার ফার্মেসিগুলো নকল ওষুধে সয়লাব। এমন খবরের ভিত্তিতে দুপুরে ওই এলাকার বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় সেখানকার তিনটি ফার্মেসিতে তল্লাশী করে প্রায় এক লক্ষ টাকা বাজার মূল্যের নকল ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নকল ওষুধ মজুদ রেখে বিক্রির দায়ে কাটপট্টির ঢাকা ফার্মেসিকে ৩০ হাজার, তালুকদার ফার্মেসিতে ২০ হাজার এবং ইস্টার্ন ফার্মেসি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর